প্রতিবন্ধী শিশুদের জন্য জমি বিক্রি

বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে প্রতিবন্ধী শিশুদেরকে ঘরের ভেতরেই একরকম লুকিয়ে রাখতে চায় অনেক পরিবার।

আর দরিদ্র পরিবারগুলোতে এসব শিশু আরও অসহায় বলে প্রায়ই ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত হয় তারা। ফলে ব্যাহত হয় তাদের বিকাশ।

অথচ উপযুক্ত শিক্ষার সুযোগ সৃষ্টি করা গেলে এই শিশুরাই পরিবারের বোঝা না হয়ে স্বাবলম্বী হয়ে গড়ে উঠতে পারে। এমন শিশুদের জন্য শিক্ষার সুযোগ করে দিতে উদ্যোগী হয়েছেন বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা লালমনিরহাটের এক কৃষক।