ভারতের সাবেক রাষ্ট্রপতি মি. প্রণব মুখার্জির মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করে এক বিবৃতি প্রদান করেছেন চট্টগ্রাম -১৫ সাতকানিয়া লোহাগাড়া আসনের মাননীয় সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। বিবৃতিতে বলেন, প্রণব মুখার্জি ছিলেন ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রজ্ঞাবান, বিচক্ষণ ও জনপ্রিয় রাজনীতিবিদ। উপমহাদেশের রাজনীতিতে অনবদ্য অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। তিনি বলেন, নিরন্তর প্রচেষ্টা, কর্মময়তা ও সাফল্যের সমাহারে গড়ে উঠেছিল তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। প্রজ্ঞাবান এই বাঙালি উপমহাদেশের সর্বক্ষেত্রে ছিলেন শ্রদ্ধার পাত্র; ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। বাংলাদেশের মানুষের প্রতি ছিল তাঁর গভীর ভালোবাসা। মহান মুক্তিযুদ্ধে নানাবিধ উপায়ে সর্বাত্মক সাহায্য-সহযোগিতা করেছেন। তিনি ছিলেন জাতির জনকের পারিবারিক বন্ধু। ১৯৭৫ এর ১৫ আগস্টের ট্রাজেডির পর বঙ্গবন্ধুর দুই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর ছোট বোন শেখ রেহানার পাশে দাঁড়িয়ে অভিভাবকের ভূমিকা পালন করেছিলেন। ড.আবু রেজা নদভী এমপি বলেন, মি. প্রণব মুখার্জির মৃত্যুতে ভারত হারালো একজন বিজ্ঞ ও দেশপ্রেমিক নেতাকে আর বাংলাদেশ হারালো একজন প্রিয়জনকে। ২০১৯ সালে তাঁকে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা— ‘ভারতরত্ন’ দেওয়া হয়। বর্ষীয়ান এই নেতার মহাপ্রয়াণে উপমহাদেশের রাজনৈতিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি হলো। ড. নদভী এমপি প্রয়াত মি. প্রণব মুখার্জির পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।