অবশেষে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ হল সালমান খান অভিনিত রেস সিরিজের তৃতীয় কিস্তি রেস ৩। মোম্বায়ের এক ইবেন্টে ছবির সকল কলকুশলীর উপস্থিতিতে প্রকাশ করা হয় রেস ৩ ছবির ট্রেইলার। ৩ মিনিট ৯ সেকেন্ডের একশানে ভরপুর এই ট্রেইলার থেকে যেন চোখ ফিরাতে পারেনি দর্শক। ইতমধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রশংসা কুড়িয়েছে এই ট্রেইলার। রেস ৩ ছবিতে সালমানের সাথে আরো দেখা যাবে, অনিল কাপুর, বভি দেওল, জেকলিন পার্নান্দেজ, সাকিব সেলিম, ও ডেইজি সাহ। রেমু ডি-সুজার পরিচারনায় ছবিটি প্রজোযনা করেছে টিপস ফিল্ম। রেস সিরিজের আগের দুই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন সাইফ আলি খান। এবার এই সিরিজের তৃতীয় কিস্তিতে সালমানকে পাওয়ায় এই ছবি নিয়ে সবার প্রত্যাশা থাকবে আরো বেশি। তবে সেই প্রত্যাশাটা কতটা সত্যি হতে যাচ্ছে তার জন্য অপেক্ষা করতে হবে জুনের ১৫ তারিখ পর্যন্ত।