সাতকানিয়া পৌরসভা মেধাবৃত্তি পরীক্ষা ২০১৮ এর কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
৩১ মার্চ রবিবার বিকাল ৩টায় সাতকানিয়া পৌরসভার উদ্যোগে এ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান পৌরসভা মাঠে অনুষ্ঠিত হয়।
পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের এর সভাপতিত্বে ও পৌর কাউন্সিলর সাইফুল আলম সোহেল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম.এ মোতালেব সিআইপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মাষ্টার ফরিদুল আলম, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবদুল মান্নান, সাবেক পৌর আওয়ামীলীগের আহবায়ক মো: আইয়ুব চৌধুরী, পৌর সচিব রেজাউল করিম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, সাতকানিয়া পৌরসভা প্যানেল মেয়র ও পৌরসভা শিক্ষা তথ্য ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি এ.কে.এম মোর্শেদ, মোহাম্মদ আলী, নেচার উদ্দিন আহমদ চৌধুরী, নুরুল হক নুরুল্লা, এনামুল কবির, মহিলা কাউন্সিলর শিকু আরা বেগম, মাছুমা বেগম, রুবি আকতার, সাবেক যুবলীগ নেতা আবদুল গণি সাবেরি প্রমুখ।