চট্টগাম-১৫ সাতকানিয়া লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন তত্বাবধানে সাতকানিয়া লোহাগাড়ায় নির্মিত মসজিদসহ বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের স্থানীয় পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে পৃথক মতবিনিময় সভা গত ১৩ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রফেসর ড. আবু রেজা নদভী এমপি বলেন, পৃথিবীর সর্বাপেক্ষা উত্তম স্থান মসজিদ। মসজিদে নববীতে বসেই মহানবী (স.) ইবাদত বন্দেগীর পাশাপাশি, জ্ঞানচর্চাসহ নবগঠিত মদিনা রাষ্ট্রের যাবতীয় কাজের আঞ্জাম দিয়েছিলেন। সুতরাং দ্বীনের মূল ভিত্তি পাঁচ ওয়াক্ত সালাত আদায়ের পাশাপাশি অন্যান্য কার্যাবলী সম্পাদনেও মসজিদের ভুমিকা প্রাসঙ্গিক ও অনস্বীকার্য। মসজিদের সাথে মুসলমানদের দৈনন্দিন জীবন ওৎপ্রোতভাবে জড়িত। মুসল্লীগণ প্রতিদিন পাঁচবার মসজিদে মিলিত হয়ে সালাত আদায়ের পাশাপাশি পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তোলে। এ লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে মসজিদ ভিত্তিক সমাজ বিনির্মাণে দুই দশক পূর্বে নিজ উদ্যোগে এনজিও সংস্থা আল্লমা ফজলুল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠার কথা উল্লেখ করে তিনি বলেন, এ ফাউন্ডেশনের তত্বাবধানে সাত শতাধিক মসজিদ নির্মাণ করা হয়েছে, যার সিংহ ভাগ নির্মাণ করা হয় সাতকানিয়া লোহাগাড়ায়। এ ছাড়া নির্মাণ করা হয় দুই শতাধিক মাদ্রাসা ভবন, অজুখানা এবং তিন হাজারের অধিক গভীর অগভীর নলকূপ বসানো হয়েছে। ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হবার পর আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের পাশাপাশি স্বাধীনতা পরবর্তী এলাকায় রেকর্ড পরিমাণ সরকারি উন্নয়নের ফিরিস্তিসহ সাতকানিয়া লোহাগাড়াকে সন্ত্রাস ও জঙ্গিমুক্তকরণ এবং ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহারের বিরুদ্ধে মসজিদে মসজিদে খুতবা প্রদানসহ, মুসল্লীদের উদ্দেশ্যে বক্তৃতার মাধ্যমে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে তার নিরলস প্রচেষ্টার কথা তুলে ধরেন। বিকেল তিনটায় লোহাগাড়া উপজেলা সদরস্থ ছমদিয়া মাদ্রাসা ময়দানের অনুষ্ঠিত মতবিনিময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আনোয়ার কামাল, শফিক উদ্দিন, লোহাগাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, নিবাস দাস সাগর, এইচ এম গনি সম্রাট, আব্দুল জব্বার, নুরুল আলম, মিয়া মোহাম্মদ শাহজাহান, উপজেলা যুবলীগের আহবায়ক জহির উদ্দিন, যুগ্ম আহবায়ক ফজরে এলাহী আরজু, চেয়ারম্যান মাস্টার শফিকুর রহমান, চেয়ারম্যান জহির উদ্দিন, চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ইউনুছ, মিজানুর রহমান মিজান প্রমুখ। বিকেল পাঁচটায় সাতকানিয়া বাবুনগর মক্কার বাড়িতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা হাবিবুল্লাহ, জাফর আহমদ, জেলা পরিষদের সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন, চেয়ারম্যান আ.ন.ম সেলিম চৌধুরী, চেয়ারম্যান নেজামুদ্দিন, কাঞ্চনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোখলেস উদ্দিন জাকের, কায়েস চৌধুরী, নাজেমুল আলম চৌধুরী, উপজেলা কৃষক লীগের সভাপতি লুৎফুর রহমান প্রমুখ।