ইউনেস্কো কর্তৃক বাংলাদেশের মাতৃভাষা দিবস ও জাতির জনক বঙ্গবন্ধুর ভাষণ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দানের মাধ্যমে বাংলার সংস্কৃতিকে করেছে বিশ্বের কাছে গৌরবময় পরিচিত। আবহমান কাল ধরে বাংলার সংস্কৃতি চর্চার স্রোতধারায় পূর্বার চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও প্রদর্শনীতে আলোচকবৃন্দ কথামালায় অংশগ্রহণ করেন। বাঙ্গালির শুদ্ধ সংস্কৃতি বিকাশের ধারায় শিল্পকলা একাডেমিতে পূর্বার আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা ও প্রদর্শনীর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাতকানিয়ার পৌর মেয়র ও পূর্বার উপদেষ্টা মোহাম্মদ জোবায়ের এর সভাপতিত্বে এবং পূর্বার আহ্বায়ক সনাতন চক্রবর্ত্তী বিজয়ের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, আবির প্রকাশনীর সত্বাধিকারী কবি মোঃ নুরুল আবসার, পূর্বার উপদেষ্টা অধ্যক্ষ উত্তম কুমার আচার্য্য, শওকত আলী সেলিম, আব্দুল মালেক খান, সদস্য সচিব সায়মন শাহাদাত চৌধুরী, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন আমিরী, জয়া সরকার, শাহীন আক্তার, জারিন তাসনিম, বিধু ভূষন দাশ, সুদীপ সাহা, জাবেদ হোসেন, রিটু বড়–য়া, রিপন রাহা, সুফিয়া আক্তার আখি, ইসরাত জাহান জ্যোতি, রিমি সিনহা, সেঁজুতি বড়–য়া, তিতলী বড়–য়া, পুনম রায় প্রমুখ।