সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণকারী প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ কর্মসূচি প্রকল্পে কর্মরত পুষ্টি কর্মী হোমাইরা মাহমুদ এর পরিবারকে সাড়ে ৩ লাখ টাকার আর্থিক অনুদানের চেক তুলে দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। আজ রোববার (১৯ জুলাই) বিকেলে টাইগারপাসস্থ নগরভবনের মেয়র দপ্তরে এই চেক হস্তান্তর করা হয়। এসময় চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা সামসুদ্দোহা, প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলম, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ শফিকুল মান্নান সিদ্দীকি, তত্তাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক,আইটি অফিসার ইকবাল হোসেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের টাউন ম্যানেজার জনাব সরোয়ার আলম খান,সোসিও-ইকোনমিক ও নিউট্রিশন এক্সপাট মোহাম্মদ হানিফ, ইনফ্রাস্টচার এন্ড হাউজিং অফিসার মোঃ সাইফুর রহমান চৌধুরী, টাউন ফেডারেশন চেয়ারপার্সন কোহিনূর আক্তার সহ এলআইইউসিপি প্রকল্পের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হোম বৃহত্তর চট্টগ্রাম পুষ্টি কর্মী হোমাইরা মাহমুদ এর পরিবারকে অর্থ সহায়তা তুলে দিলেন চট্টগ্রাম সিটি...