এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপ শুরু হতে আর মাত্র কদিন বাকি। এরই মধ্যে চলছে জোর প্রস্তুতি। কিন্তু এশিয়া কাপ শুরুর আগেই ইনজুরির থাবা কালো ছায়া ফেলেছে বাংলাদেশ শিবিরে। সাকিব আল হাসানকে নিয়ে দুশ্চিন্তা রয়েছে আগে থেকেই। তার আঙ্গুলের অপারেশন করাটা জরুরি হলেও শেষ পর্যন্ত বিসিবির অনুরোধে অপারেশন না করিয়ে এশিয়া কাপ খেলতে যাচ্ছেন সাকিব। যদিও বিসিবিকে পাঠানো এক বার্তায় সাকিব নিশ্চিত করেছেন তার খেলা নিয়ে অনিশ্চয়তা নেই। তিনি বেশ ফিট রয়েছেন। সাকিবকে নিয়ে দুশ্চিন্তা কাটলেও দলের আরেত গুরুত্বপূর্ণ ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত দুই দিন আগে হাতে ব্যথা পেয়েছেন অনুশীলনে। তিনি নএমিয়া কাপ খেলতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। তবে সবচেয়ে বড় দুঃসংবাদ হলো অনুশীলন করতে গিয়ে ডান হাতের অনামিকায় ছোট্ট চিড় ধরেছে তামিমের।
তারপরও গতকাল শুক্রবার দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন দাবি করলেন, তামিম–শান্তর ইনজুরি নিয়ে চিন্তার কিছু নেই। খেলার আগেই সবাই সেরে উঠবেন বলে আশাবাদী তারা। তামিমের আঘাত কতটা গুরুতর এখন পর্যন্ত সেটা নিশ্চিত করেনি টিম ম্যানেজমেন্ট। তবে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, প্রথম ম্যাচের আগে ফিট নাও হতে পারেন তামিম। এর মধ্যে গত কয়েকদিন অনুশীলনও করেননি তামিম। তবে দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন অবশ্য দাবি করলেন, এটা এমন কিছু নয়। এটা তেমন কোন ইনজুরি না । ফিজিও বলছে সব ঠিক আছে। তারপরও আমরা একজন ব্যাক আপ প্লেয়ার দিয়ে রাখলাম। যদিম কোন কারণে শান্তর হাতের ব্যথা সেরে উঠার যদি আবার ব্যথা বাড়ে সেই চিন্তা থেকে মুমিনুলকে দলে নেয়া হয়েছে। যাতে সামনে কোনো সমস্যা হলে আমাদের ব্যাকআপ থাকে।
মুমিনুলকে শেষ মুহূর্তে কেন ডেকে পাঠানো হলো সেটা নিয়েও আছে প্রশ্ন। মিনহাজুল তারও ব্যাখ্যা দিলেন। বিসিবির প্রধান নির্বাচক বলেন মুমিনুলকে নেয়া হয়েছে কারণ শান্তর আঙ্গুলে একটু ব্যথা আছে। ওর পাঁচ দিনের মতো সময় লাগতে পারে সম্পূর্ণ ফিট হতে। আর তামিম ইকবালের পুরনো ব্যথা আছে। সেটাও আঙ্গুলের। যদিও ফিজিও থেকে পাওয়া রিপোর্টে কোনো সমস্যা নেই। তারপরও টুর্নামেন্ট চলাকালীন সময়ে যদি কোনো সমস্যা হয় অথবা খেলা শুরু হওয়ার আগে যদি কোনো সমস্যা হয়ৃ তাহলে ব্যাকআপ হিসেবে বাড়তি প্লেয়ার লাগতে পারে। সেই হিসেবে মুমিনুলকে দলে নেওয়া হয়েছে। তিনি বলেন সব সময় সতর্ক থাকতে চাই। কোন ধরনের ফাঁক রাখতে চাইনা। আমরা চাই পুরো শক্তির দল নিয়ে এশিয়া কাপ খেলতে। কারণ এখানে চ্যালেঞ্জটা একটু বড়। তাই দলের শক্তি বাড়ানোর জন্য সব করা হচ্ছে।
মিনহাজুল আবেদীন নান্নু দলের ইনজুরি নিয়ে খুব একটা ভাবছেন না। তিনি বলেন ‘ফিজিও এবং ট্রেইনারের যেই রিপোর্ট আছে আমাদের কাছে, সেই হিসেবে পুরো দল শতভাগ ফিট আছে এবং সবাই আত্মবিশ্বাসী। সবাই চাইছেন এশিয়া কাপটাকে স্মরণীয় করে রাখতে। তিনি বলেন একটা বড় টুর্নামেন্ট। এশিয়া কাপ খেলতে যাচ্ছে দল। আমরা যদি প্রথম ম্যাচটা ভালমতো জিততে পারি তাহলে অনেক দূর যাবো। তিনি বলেন যেকোন টুর্নামেন্টে ভাল শুরু দরকার। শুরুটা ভাল করতে পারলে পরের ম্যাচ গুলোতে আত্নবিশ্বাস বাড়ে। এবারের এমিয়া কাপেও তাই শুরুটা ভাল করতে চাইছেন নান্নু। তিনি বলেন আমাদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ শ্রীলংকা। তারাও বেশ ফর্মে রয়েছে। কাজেই প্রথম বাধাটা আমাদের টপকাতে হবে। তারপর গ্রুপ পর্বে আফগানদের মোকাবেলা করতে হবে। তিনি বলেন আমরা যদি শ্রীলংকার বিপক্ষে ম্যাচটি জিততে পারি তাহলে আত্নবিশ্বাস নিয়ে পরের ম্যাচে নামতে পারব। তবে সবার আগে প্রথম ম্যাচটা জিততে চান প্রধান নির্বাচক। সুপার ফোর পর্বে যেতে হলে আমাদের দুটি ম্যাচই জিততে হবে। যদিও সেখানে অনেক সমীকরন আসবে। তারপরও শতভাগ জয় তুলে নিতে পারলে সবকিছু সহজ হয়ে যাবে। নান্নু বলেন দলের সবাই নিজেদের প্রস্তুত করছেন শতভাগ দেওয়ার জন্য। কারণ তারা সবাই শতভাগ ফিট। বাকি যারা সামান্য ইনজুরিতে রয়েছে সেটাও টুর্নামেন্টের আগে সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন মিনহাজুল আবেদীন নান্নু।
তথ্যসূত্র- আজাদী