পুকুরের পানিতে ডুবে লোহাগাড়ায় এক শিশুর মৃত্যু

গতকাল সকাল ৭টায় লোহাগাড়া ইউনিয়নের দক্ষিণ সুখছড়ি দরবারের পশ্চিমে হাবিলাস চৌধুরী পাড়ায়
পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু খবর পাওয়া গেছে। নিহত শিশু হোছেন আহমদের পুত্র আবদুল্লাহ সাঈদী মোনতাছিন (৩) ওই এলাকার

স্থানীয় মোহাম্মদ মিজান ও মাঈনুদ্দিনবিষয়টি নিশ্চিত করেছেন ।

জানা যায়, ঘটনার দিন সকালে পরিবারের লোকজনের অগোচরে খেলাচ্ছলে শিশুটি বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর বাড়ির লোকজন শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। পরে শিশুটিকে ভাসমান অবস্থায় পুকুরে দেখতে পান। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।