পিআইবি মহাপরিচালকের মৃত্যুতে সাতকানিয়া প্রেসক্লাবে শোকসভা

প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ’র মহাপরিচালক সাংবাদিক শাহ আলমগীরের মৃত্যুতে সাতকানিয়া প্রেসক্লাবে শোকসভা অনুষ্ঠিত হয় গত ২৮ ফেব্রুয়ারি।
সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ উননবী খোকনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহেদ হোসেন, দৈনিক ইত্তেফাক’র সাংবাদিক দিদারুল আলম, দৈনিক সাঙ্গু পত্রিকার প্রতিনিধি নুরুল ইসলাম সবুজ ও সিভয়েজ’র সহ-সম্পাদক আবরার শাহরিয়ার স¤্রাট। বক্তাগণ পিআইবির মহাপরিচালক শাহ আলমগীরের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, তার মৃত্যুতে দেশের সাংবাদিক সমাজের অপূরণীয় ক্ষতি হয়েছে। শাহ আলমগীর সাংবাদিকতা পেশায় থেকে দেশ ও জাতির বিশেষ করে সাংবাদিক সমাজের জন্য যথেষ্ট অবদান রেখে গেছেন। শোকসভায় মরহুম শাহ আলমগীরের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।