পার্লামেন্ট মেম্বারস ক্লাবের কার্যনির্বাহী কমিটিতে দুই সংসদ সদস্য

পার্লামেন্ট মেম্বারস ক্লাবের কার্যনির্বাহী কমিটিতে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রামের দুই সংসদ সদস্য।

বুধবার (৩ এপ্রিল) ঘোষিত কমিটিতে প্রথম সহ-সভাপতি পদে রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী ও প্রথম যুগ্ম-সাধারণ সম্পাদক পদে পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী নির্বাচিত হয়েছেন।

২৫ সদস্য বিশিষ্ট পার্লামেন্ট মেম্বারস ক্লাবের কার্যনির্বাহী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন নূর-ই-আলম চৌধুরী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এবি তাজুল ইসলাম।

এদিকে এবিএম ফজলে করিম চৌধুরী পার্লামেন্ট মেম্বারস ক্লাবের প্রথম সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এমএ সালাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য এমএ ওহাব, রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বশির উদ্দিন খান ও মাস্টারদা সূর্যসেন মেমোরিয়াল ও পাঠাগারের সভাপতি শ্যামল কুমার পালিত।

এবিএম ফজলে করিম চৌধুরী চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সামশুল হক চৌধুরী পার্লামেন্ট মেম্বারস ক্লাবের প্রথম যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, ভাইস চেয়ারম্যান তিমির বরণ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, উপজেলা যুবলীগ সভাপতি বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক এমএ রহিম।