পানিতে ডুবে গেছে নগরীর বিভিন্ন অঞ্চল

আবারো ডুবলো নগরীর নিম্নাঞ্চল। টানা বৃষ্টি ও জোয়ারের কারণে সৃষ্ট জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাতে হয়েছে নগরবাসীকে। চকবাজার, পশ্চিম বাকলিয়া, কাপাসগোলা, বহদ্দারহাট, বাদুরতলা, দু’নম্বর গেট, মুরাদপুর, প্রবর্তক, আগ্রাবাদ, সিডিএ এলাকা, পোর্ট কানেকটিং রোড, বেপারিপাড়া, হালিশহর এলাকার রাস্তাাঘাট ও অলিগলি তলিয়ে যায় পানিতে। কোথাও হাঁটু আবার কোথাও কোমর সমান। এসব এলাকার নিচতলার বাসা-বাড়ি, দোকাপাট, মার্কেট, শিক্ষা প্রতিষ্ঠান ডুবে ছিল পানিতে। ফলে দুর্ভোগ লেগেই ছিল এসব এলাকার মানুষের। গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত এলাকাগুলোতে জমেছিল পানি। মূল রাস্তাাঘাটের পানি দুপুরের মধ্যে নেমে গেলেও অলি-গলির পানি নেমেছে বিকালে। কারণ এসব এলাকার অধিকাংশ নালা আবর্জনায় ঠাসা।
জলাবদ্ধতার কারণে গতকাল সকাল থেকে চাকরিজীবী, স্কুল ও কলেজগামী শিক্ষার্থীদের দুর্ভোগ ছিল সবচেয়ে বেশি। দিনভর থেমে থেমে এবং ভারী বৃষ্টির কারণে রাস্তাায় গাড়ির সংখ্যাও ছিল কম। আর এ সুযোগকে কাজে লাগিয়ে রিকশা ও সিএনজি চালকরা যাত্রীদের কাছ থেকে আদায় করেছে অতিরিক্ত ভাড়া।
পতেঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নগরীতে ২৬৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এছাড়া বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সরেজমিন দেখা যায়, জলাবদ্ধতার কারণে পশ্চিম বাকলিয়া এলাকার কে বি আমান আলী রোডের একাধিক শিক্ষার্থী প্রতিষ্ঠান ছিল বন্ধ। এছাড়া চকবাজার এলাকার চকসুপার মার্কেট ডুবে ছিল পানিতে। এ কারণে মার্কেটটি বন্ধ রাখা হয়। এছাড়া একই এলাকার রহমান, বলাকা মার্কেট ও অন্যান্য নিচতলার দোকানগুলোতে পানি জমে থাকতে দেখা যায়।
রহমান মার্কেটের জিৎ মিডিয়ার স্বত্বাধিকারী বিশ্বজিৎ কর বলেন, ‘চকবাজারে বৃষ্টি ও জোয়ার এলেই পানি উঠে যায়। এখানে ব্যবসার পরিবেশ নষ্ট হয়ে গেছে। ক্রেতারা পানির কারণে মার্কেটে আসেন না। ব্যবসা-বাণিজ্য নেই বললেই চলে। খাল পরিষ্কার হয়েছে কিন’ সুফল পাচ্ছি না।’
এদিকে, বাকলিয়া সরকারি হাই স্কুলের গতকালের অর্ধবার্ষিক পরীক্ষা নির্ধারিত বিষয়ের পরীক্ষা পানি উঠার কারণে বাতিল করা হয়েছে। এছাড়া পশ্চিম বাকলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিচতলায় পানি জমে থাকায় ক্লাস হয়নি। শিক্ষার্থীদের উপস্তিতিও ছিল কম।
বাকলিয়া সরকারি হাই স্কুলে কথা হয় অভিভাবক মোরশেদুল আলম এর সাথে। তিনি বলেন ‘আজ (গতকাল) আমার মেয়ের পরীক্ষা ছিল। স্কুলে পৌঁছার পর জানতে পারলাম স্কুলে পানি ওঠার কারণে আজকের (গতকালের) নির্ধারিত পরীক্ষা বাতিল করা হয়েছে। ’
অন্যদিকে, পশ্চিম বাকলিয়া কে বি আমান আলী রোড এলাকায় বাকলিয়া প্রিমিয়ার স্কুল অ্যান্ড কলেজ ও সিলভার স্কাই স্কুল অ্যান্ড কলেজ ও বি এড কলেজের গলির ভেতর সকাল থেকে পানি জমে থাকতে দেখা গেছে। ফলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পোহাতে হয়েছে দুর্ভোগ। ছুটির পরও পানি জমে থাকায় শিক্ষার্থীরা বাইরে বের হতে পারেনি। বাধ্য হয়ে অনেক অভিভাবক দ্বিগুণ ভাড়ায় রিকশা নিয়ে বাইরে বের হতে দেখা গেছে।
এলাকার বাসিন্দা পেয়ার মোহাম্মদ বলেন, ‘বৃষ্টি হলেই কোমর থেকে হাঁটু সমান পানি উঠে যায় এখানকার অলিগলিতে। পানি নামতেও সময় লাগে প্রায় ৩-৪ ঘণ্টা। ফলে পানিবান্দি হয়ে থাকতে হয় এলাকার বাসিন্দাদের। কারণ অলিগুলির নালাগুলো ময়লা-আবর্জনায় ঠাসা। পানি যাওয়ার পথ বন্ধ। নালা কখন পরিষ্কার করা হয়েছে মনে নেই।’
উল্লেখ্য, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বাস্তাবায়নাধীন চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্প গত ২৮ এপ্রিল থেকে শুরু হয়েছে। বর্তমানে ১৩টি ওয়ার্ডে খাল পরিষ্কারের কাজ চলমান রয়েছে।

খবর সুপ্রভাত