দরজায় কড়া নাড়ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বাংলা নববর্ষের এ বিশেষ দিনে বন্দরনগরীর একমাত্র পাঁচ তারকা হোটেল ‘রেডিসন ব্লু চিটাগাং বে ভিউ’ মাতাতে আসছেন কিংবদন্তি শিল্পী রুনা লায়লা।
‘রঙের উৎসব বৈশাখ’ শিরোনামে আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখের সন্ধ্যায় নিজের জনপ্রিয় সব গানে সুরের মূর্ছনা তুলবেন তিনি। নববর্ষ উপলক্ষে রেডিসনের বিশেষ আয়োজনের অংশ হিসেবেই আসছেন উপমহাদেশের জনপ্রিয় এ শিল্পী।
বাঙালির নিজস্ব সংস্কৃতিকে সবার মাঝে ছড়িয়ে দিতে এবং দেশীয় শিল্পীদের পৃষ্ঠপোষকতা করার জন্যই ভিন্নধর্মী এ অয়োজন বলে জানিয়েছেন রেডিসন কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, সব শ্রেণি ও পেশার মানুষকে ভালো সেবা দিতে রেডিসন ব্লু অঙ্গীকারাবদ্ধ। বাঙালিরা যেহেতু উৎসবপ্রিয়, তাই প্রতিটি উৎসবকে রঙিন করতে ভিন্নধর্মী নানা আয়োজন করা হয় এখানে। এরই অংশ হিসেবে এবার পহেলা বৈশাখে রেডিসন ব্লু মাতাবেন বাংলা গানের কিংবদন্তি শিল্পী রুনা লায়লা।
উৎসবে অংশ নিতে আগ্রহীরা মোবাইল (01777701118), রেডিসনের ফেসবুক পেজ বা ইমেইলে যোগাযোগ করতে পারবেন।