নগরীতে পহেলা বৈশাখে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে ৩টি স্থান কেন্দ্রিক ৭ টি পয়েন্টে যান চলাচল নিয়ন্ত্রণ করবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। আগামী ১৪ এপ্রিল সকাল সাড়ে ৫ টা থেকে রাত পর্যন্ত সিএমপি’র এই নিয়ন্ত্রণ থাকবে। সুষ্ঠু ও সুন্দরভাবে বাংলা নববর্ষ উদযাপন ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা বাস্তবায়নের জন্য এই নিয়ন্ত্রণ। অনুষ্ঠানে আগত দর্শনার্থীদের নিরাপত্তা ও সুষ্ঠু চলাচলের জন্য ৭টি পয়েন্টে যান চলাচলে নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছে সিএমপি। ডিসি হিল, সিআরবি শিরিষতলা, ও পতেঙ্গা সি বিচ কেন্দ্রিক ৭টি পয়েন্টে চলবে না কোন যানবাহন। নগরীর নন্দনকানন (পুলিশ প্লাজা) মোড়, চেরাগী পাহাড় মোড়, এনায়েত বাজার মোড় এবং লাভ-লেন মোড় (স্মরণিকা ক্লাব) হতে ডিসি হিল অভিমুখ, কাঠের বাংলো মোড় এবং আটমাসিং মোড় হতে সিআরবি শিরিষ তলা অভিমুখ, নেভাল মোড় হতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়-সিআরবি মোড় এবং শিশু পার্ক গোলচত্বর মোড় হতে সিআরবি অভিমুখ, বাটার ফ্লাই মোড় হতে নেভাল একাডেমির গেট হয়ে ওয়েস্ট পয়েন্ট মোড় পর্যন্ত, কাটগড় মোড় এবং ওয়েস্ট পয়েন্ট মোড় হতে সি-বিচ অভিমুখ, ৪১নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের সামনে হতে সি-বিচ অভিমুখ। বাইপাস রোড সি-বিচ থেকে ফৌজদারহাট অভিমুখে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করবে সিএমপি। সকল প্রকার যানবাহনের চালক ও যাত্রীসাধারণসহ সংশ্লিষ্টদের তা মেনে চলতে এক প্রেস বিজ্ঞপ্তিতে অনুরোধ জানিয়েছে সিএমপি।