প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গাছরোপন অপরিহার্য।
প্রাণ ভরে শ্বাস নিতে ও নিজ উৎসাহে গাছ লাগিয়ে অক্সিজেনের ফ্যাক্টরী তৈরি করলে সবাই উপকৃত হয়।
তিলোত্তমা চট্টগ্রাম আয়োজিত ধারাবাহিক বৃক্ষরোপন কমর্সুচির অংশ হিসেবে আজ চট্টগ্রামের কয়েকটি এলাকায় গাছ রোপনের সময় এমন অভিমত ব্যক্ত করেন উপস্থিত অতিথিবৃন্দ। বুধবার (১১ নভেম্বর) সকালে মোহরা, ওয়াসা পানি শোধনাগার এলাকায় প্রায় তিন হাজার গাছ রোপন করা হয়। তিলোত্তমা চট্টগ্রামের কর্ণধার সাহেলা আবেদীন এই সুন্দর আয়োজনের জন্য ওয়াসা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের প্রধান অতিথি ওয়াসার এমডি প্রকৌশলী এ কে ফজলুল্লাহ বৃক্ষরোপনের সময় বলেন- তিলোত্তমা চট্টগ্রামের উদ্যোগের মতো যদি সকলে এ ধরণের সামাজিক কার্যক্রমে এগিয়ে আসে তবে সমাজ সুস্থ থাকবে । পরিবেশ সুন্দর থাকবে। এসময় বিশেষ অতিথি ছিলেন বিজয় বসাক (উপ পুলিশ কমিশনার)। আরো উপস্থিত ছিলেন তিলোওমা চট্রগ্রামের উপদেষ্টা আবু সায়ীদ সেলিম, শুভা নাজ জিনিয়া, লায়ন শাহ আলম বাবুল, ওসমান গণি মনসুর,
তাহেরা ফেরদৌস বেগম (উপ ব্যবস্থাপনা পরিচালক-চট্টগ্রাম ওয়াসা), মো: মাকসুদ আলম (প্রধান প্রকৌশলী, চট্টগ্রাম ওয়াসা), শারমিন আলম- (সচিব, চট্টগ্রাম ওয়াসা), মো: নুরুল আমিন (টি এন্ড পি সার্কেল, চট্টগ্রাম ওয়াসা), মো: আরিফুল ইসলাম (তত্ত্ববধায়ক প্রকৌশলী, পি এন্ড সি সার্কেল, চট্টগ্রাম ওয়াসা), মো: মাহবুবুল আলম (তত্ত্ববধায়ক প্রকৌশলী, চট্টগ্রাম ওয়াসা), মো: সাদেক উদ্দীন চৌধুরী (নিবার্হী প্রকৌশলী, মোহরা বিভাগ, চট্টগ্রাম ওয়াসা)।