চাঁদাবাজির অভিযোগ তুলে চট্টগ্রামে বেসরকারি মালিকানাধীন ১৮টি কন্টেইনার ডিপোতে কাজ বন্ধ রেখেছে ট্রাক, কাভার্ডভ্যান ও প্রাইমমুভার মালিক-শ্রমিকরা। এতে কার্যত অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর।
সোমবার সকাল থেকে মালামাল পরিবহন বন্ধ করে তারা বিক্ষোভ সমাবেশ করছেন।
পরিবহন মালিক-শ্রমিকদের দাবি, অফডক মালিকরা অন্যায়ভাবে এক হাজার টাকা করে তাদের কাজ থেকে আদায় করছে। কোন ধরনের আলোচনা ছাড়া টাকা আদায় করায় সোমবার সকাল থেকে অফডকে গাড়ি প্রবেশ বন্ধ করে দেয়া হয়েছে।
আন্তঃজিলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক কভার্ডভ্যান মালিক সমিতি, চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্ল্যাটবেড ওনার্স অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বন্দর ট্রাক কভার্ডভ্যান মালিক ও কন্টেকটার অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম জেলা ট্রাক কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নসহ অন্তত ১৫টি শ্রমিক সংঠন এ আন্দোলনে যোগ দিয়েছে।
আন্তঃজিলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক কভার্ডভ্যান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক সুফিউর রহমান টিপু বলেন, ‘গত ১ মার্চ থেকে বেসরকারি কন্টেইনার ডিপোগুলোতে লোড-আনলোডের জন্য ট্রাক, কভার্ড ভ্যান, প্রাইম মুভার প্রবেশের সময় গেইট পাস ও পার্কিং বাবদ ১৫০ টাকা করে আদায় করা হচ্ছে। এই চাঁদাবাজি বন্ধের দাবিতে আমরা সকাল থেকে ডিপোতে মালামাল আনা নেওয়া বন্ধ রেখেছি।’
তবে অফডক মালিকরা বলছেন, পার্কিং ও গেইট ফি ৫০ করে ১০০ টাকা আদায় করা হচ্ছে। এর বাইরে অন্য কোন টাকা আদায় করা হয় না। এছাড়া পার্কিং ফি সব অফডকে নেওয়া হয় না। যাদের পার্কিং আছে তারাই নিচ্ছেন।
বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপোটস’র (বিকডা) সাধারণ সম্পাদক রুহুল আমীন শিকদার বলেন, অফডক বন্ডেড এরিয়া। এখানে গাড়ি ঢুকলে পাস দিতে হয়, রেজিন্টার মেন্টেইন করতে হয়। তাদের আমরা বিভিন্ন সুযোগ দিচ্ছি তাই ৫০ টাকা করে আদায় করা হয়। এছাড়া যাদের পার্কিং আছে তারা ৫০ টাকা নিচ্ছেন। যাদের নেই তারা কেবল গেইট ফি নিচ্ছেন।
এর আগে গত শনিবার (৩ মার্চ) কোন ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই প্রাইমমুভার ট্রেইলর শ্রমিকরা প্রায় ৫ ঘন্টা কাজ বন্ধ রাখে।