পরাজিত শক্তি বঙ্গবন্ধুকে শারীরিকভাবে হত্যা করলেও আদর্শিক বঙ্গবন্ধু চিরভাস্বর : সাতকানিয়ায় সাফিয়া খাতুন

কেন্দ্রীয় মহিলা আওয়ামলীগের সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাফিয়া খাতুন বলেন, বঙ্গবন্ধু আমাদের জাতিসত্ত্বার মহানায়ক। স্বাধীনতার পরাজিত শক্তিরা বঙ্গবন্ধুকে শারীরিকভিবে হত্যা করলেও আদর্শিক বঙ্গবন্ধু চিরভাস্বর। বঙ্গবন্ধু শুধু বাঙালীর মহানায়ক নয় বঙ্গবন্ধু সমগ্র বিশ্বের এক কালজয়ী নেতা হিসেবে সমাদৃত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লালিত স্বপ্নসোনার বাংলা বাস্তবায়ন করে আমাদের জাতিরজনক হারানোর শোককে শক্তিতে পরিণত করতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।

বুধবার সকাল ১১টায় সাতকানিয়া ছদাহা টাইম ক্যাফে কনভেনশন সেন্টারে চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদের স্মরণে আলোচনা সভা, শোক র‌্যালী, দোয়া মাহফিল ও মেজবান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শেখ হাসিনার সরকারকে নারীবান্ধব আখ্যায়িত করে বলেন, যতবারই এ সরকার ক্ষমতায় এসেছে ততবারই নারীদেরকে উপযুক্ত মূল্যায়ন করে নারীকে তার যোগ্যতার আসনে অধিষ্ঠিত করেছে। সরকার ও প্রশাসনের সকল স্তরে নারীদেরকে পদায়ন করা হয়েছে। অন্যদিকে মুক্তিযুদ্ধ বিরোধী সরকার যতবারই ক্ষমতায় এসেছে ততবারই নারীদেরকে ঘরে জিম্মি করাসহ সকল প্রকার ন্যায়সঙ্গত সুবিধা থেকে বঞ্চিত রেখেছে। তিনি আরও বলেন, স্বাধীনতার প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগকে ক্ষমতায় এনে গরীব দু:খী মানুষের মুখে হাসি ফুটানোসহ বিশ্বের বুকে বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমাদেরকে নিরলসভাবে কাজ করতে হবে।

বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী’র সহধর্মীনি মিসেস রিজিয়া রেজা চৌধুরী’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শিরিন রোকসানা। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক দিলরুবা জামান শেলী, সুরাইয়া বেগম ইভা, তথ্য ও গবেষণ সম্পাদক সৈয়দা রাজিয়া মোস্তফা, সদস্য সাবিহা মূসা এমপি, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা মহিউদ্দিন, সদস্য রেহেনা ফেরদৌস ।