পটিয়া সাতগাছিয়া দরবারে আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর ব্যবস্থাপনায় শাহসুফি মাওলানা শৈখ সৈয়দ ফরমান উল্লাহ সুলতানপুরী প্রকাশ বড়মিয়ার ৫৬তম খোশরোজ অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে তকরিব করেন প্রধান অতিথি মাওলানা মুফতি মুহাম্মদ আবদুল ওয়াজেদ আল কাদেরী।
সভাপতিত্ব করেন সাতগাছিয়া দরবারের নায়েবে সাজ্জাদানশীন শাহসুফি মাওলানা মুফতি শেখ সৈয়দ হুজ্জাতুল মুবাল্লিগ সুলতানপুরী । খোশরোজ উদযাপন কমিটির আয়োজনে দিনব্যাপী খতমে কোরআন, খতমে বোখারি শরীফ, খতমে গাউছিয়া, নাতে রসুল, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উদ্বোধক ছিলেন আল্লামা শায়খ মুফতি মোখতার রেজা মাছুমী সুলতানপুরী। বিশেষ অতিথি ছিলেন আল্লামা অধ্যক্ষ মুহাম্মদ হারুনুর রশীদ আল কাদেরী, মাওলানা ক্বারি হাফেজ আহমদ আল কাদেরি, অধ্যক্ষ মাওলানা এস এম আলাউদ্দিন আশরাফী আল কাদেরী। আরো উপস্থিত লেন সৈয়দ আরিফ মঈনুদ্দীন আল হাচানী মাইজভান্ডারি, শাহজাদা সৈয়দ আসিফ নঈম উদ্দীন আল হাসানী মাইজভান্ডারি।