পটিয়ায় এমপি সামশুল হক চৌধুরী বলেছেন প্রতিটি মানুষকে ব্যক্তিসত্ত্বার উর্ধ্বে উঠে আত্নসত্ত্বাকে স্থান দিতে হবে। সমাজে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রিয়নবী হযরত মুহাম্মদ (সঃ)অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। নাবি প্রেমিক হয়ে আহলে বাইয়েতের মহাব্বত রেখে নিজেদের জীবনকে গঠন করতে হবে। তিনি আরো বলেন জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীন এ বাংলাদেশ পেতাম না । তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্কুল কলেজ মাদ্রাসা মসজিদসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মিত হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানের সংস্কার ও উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। সে উন্নয়ন ধারা অব্যহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে সকলের সহযোগীতা কামনা করছেন। গত শুক্রবার রাতে পটিয়া আমির ভান্ডারে ১০ দিন ব্যাপী শাহাদাতে কারবালা মাহফিলের ৪র্থ দিবসের আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আলহাজ্ব মাওলানা শাহসূফি সৈয়দ ফরিদুল আবছার শঅহ আমিরীর সভাপতিত্বে মাহফিলে বিশেষ মেহমান ছিলেন দক্ষিণ জেলার আওয়ামী লীগের সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন পারভেজ আলহাজ্ব মুহাম্মদ ইদ্রিস মনজুর উল আলম সওদাগর , সৈয়দ সিরাজুল মোস্তাফা শাহ আমিরী, সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।