পটিয়া পৌরসভায় খামারে বর্জ্যরে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকার বাসি

বসত বাড়ির পাশে অপরিকল্পিতভাবে গরুর খামারের বর্জ্যরে কারণে পটিয়া পৌরসভা ৯নং ওয়ার্ডের তালুকদার বাড়ির লোকজন দুর্ভোগের শিকার হচ্ছেন। বাড়ির পাশে বর্জ্যের কারণে লোকজন বসবাস করা ও দুর্ভোগ বেড়েছে। এ ঘটনায় পটিয়া পৌরসভার গোবিন্দারখীল তালুকদার বাড়ির লোকজনের পক্ষ থেকে মোহাম্মদ লোকমান হাকিম চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক বরাবরে লিখিত অভিযোগ করেছেন। সূত্রে জানা যায়, তালুকদার বাড়ির শফিউল আলম মনি ও তার স্ত্রী ফারহানা ইয়াছমিন বসত বাড়ির পাশে দুই বছর পূর্বে মেসার্স ফারহানা ডেইরি ফার্ম’র নামে একটি গরুর খামার প্রতিষ্ঠা করেন। খামারে ২৫-৩০টি গরু রয়েছে। গরুর খামার থেকে গরুর মল ও বর্জ্য বাড়ির আশে পাশে ও চলাচল পথে ছড়িয়ে পড়ছে এবং সেখান থেকে দুর্গন্ধ বের হয়ে পরিবেশের ক্ষতি করছে। এতে বাড়ির লোকজনের স্বাস্থ্য হানি ঘটছে। এ বিষয়ে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ২০১৭ সালের ফের্রুয়ারি মাসে একবার লিখিতভাবে জানানোর পর ইউএনও উপজেলা স্যানিটারি কর্মকর্তাকে তদন্ত দেন। তার তদন্তে রিপোর্ট প্রাপ্তির পর ইউএনও খামারটি অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য মৌখিকভাবে নির্দেশ দেন। কিন্তু খামার সরিয়ে না নেওয়ায় চলতি সনের এপ্রিল মাসে লোকমান হাকিম পরিবেশ অধিদপ্তরে লিখিতভাবে অভিযোগ করেন। এ অভিযোগের প্রেক্ষিতে আগামী ১৭ সেপ্টেম্বর পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ে উভয় পক্ষকে হাজির হওয়ার জন্য দাপ্তরিক নোটিশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে চট্টগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরেরপরিচালক আজাদুর রহমান জানান লোকমান হাকিমের অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়ার জন্য উভয়পক্ষকে দুই দফা নোটিশ দেওয়া হয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর শুনানীর পর কার্যকরী ব্যবস্থা নেয়া হবে।