পটিয়া জঙ্গলখাইন ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষণা

পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। গত রবিবার পটিয়া উপজেলা ছাত্রদল আহবায়ক মোহাম্মদ জমির উদ্দিন চৌধুরী ও সিনিয়র যুগ্ম আহবায়ক গাজী মোহাম্মদ মনির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে। ঘোষিত কমিটির নেতৃবৃন্দরা হলেন, আহবায়ক মাহাতাব উদ্দিন সবুজ, যুগ্ম আহবাযক মাঈনুদ্দীন হাসান বাপ্পী, শরীফুল আলম, আখতার হোসেন পাপেল, মোহাম্মদ ইরফান হোসেন, সুলতান বায়েজিদ, শওকত হোসেন মেনন, নয়ন উদ্দিন, ইমতিয়াজ রিপন, শাহাদাত হোসেন সৌরভ, মোহাম্মদ রিকন, মোহাম্মদ তারেক, মোহাম্মদ মামুন, সদস্য মোহাম্মদ জাবেদ, এমরান হোসেন, নাঈম উল্লাহ, মোহাম্মদ শাওন, মোহাম্মদ তৌহিদ, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ ইকবাল, শহিদুল ইসলাম সাকিব। এ ব্যাপারে পটিয়া উপজেলা ছাত্রদলের সিনিয়ন যুগ্ম আহবায়ক গাজী মোহাম্মদ মনির বলেন, তূণমূল পর্যায়ে জাতীয়তাবাদী শক্তিকে সুসংগঠিত করতে প্রতিটি ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ে ছাত্রদল কমিটি গঠন করা হচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়াকে ক্ষমতায় আনতে ছাত্রদল অগ্রণীয় ভূমিকা পালন করবে। তার পাশাপাশি নিদলীয় নিরপেক্ষ সরকার এবং বেগম জিয়ার মুক্তির দাবিতে দক্ষিণ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও পটিয়ার সফল সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েলের নেতৃত্বে আগামীতে আন্দোলন সংগ্রামে ছাত্রদলকে ঐকবদ্ধভাবে কাজ করার আহবান জানান।