পটিয়া ছাত্রলীগ নেতা উপর হামলার ঘটনায় মামলা

পটিয়া ছাত্রলীগ নেতা মোহাম্মদ মহিউদ্দিনের উপর হামলার ঘটনায় তিন জনকে এজাহার নামীয় ও ৫জনকে অজ্ঞাতনামা আসামি করে পটিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামিরা হলেন, কোলাগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ সাততৈতিয়া গ্রামের বাসিন্দা নুরুন্নীর পুত্র নাজিম উদ্দি (২৫), কুসুমপুরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মনসা গ্রামের বাসিন্দা আবু মোহাম্মদেও পুত্র মোহাম্মদ শামীম একই গ্রামের বাসিন্দা মোহাম্মদ সেলিমের পুত্র সাইফুর রহমান সোহাগ।
উল্লেখ্য, গত শুক্রবার বাড়ির সামনে প্রতিপক্ষের হামলায় আহত হন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ মহিউদ্দিন। জানা যায়, প্রতিপক্ষের হামলায় আহত মহিউদ্দিন কোলাগাঁও ইউনিয়নের সাততৈয়া গ্রামের জাহেদুল হকের পুত্র। সে চট্টগ্রাম কর্মাস কলেজের মাস্টার্সের ম্যানেজম্যান্ট ১ম বর্ষের ছাত্র। মহিউদ্দিন অভিযোগ করেন পূর্ব শত্রুতার জের ধরে তারই বাড়ির সামনে নাজিম উদ্দিনের নেতৃত্বে শামিম প্রকাশ চুনচুন, ও সাইফুর রহমান সংঘবদ্ধভাবে হামলা চালায়। এ ব্যাপরে আহত মহিউদ্দিনের ভাই সাইফুদ্দিন বাদি হয়ে পটিয়া থানায় অভিযোগ দিলেপুলিশ তা মামলা হিসেবে রেকর্ড করে। পটিয়া থানার ওসি শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ জানান, এ ঘটনায় দায়ী আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।