পটিয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশন মেধা বৃত্তি পরীক্ষার পুরক্ষার বিতরণী

পটিয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশন মেধা বৃত্তি পরীক্ষার পুরক্ষার বিতরণী অনুষ্ঠান-২০১৮ গত সাম্প্রতি পটিয়ার এম রহমান কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন এতে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা, ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক লায়ন হাকিম আলী। উদ্বোধক ছিলেন বিএমএ’র সাবেক মহাসচিব অধ্যাপক ডা. নাসির উদ্দিন মাহমুদ। প্রধান আলোচক ছিলেন গবেষক অধ্যাপক মোহাম্মদ শঅমসুদ্দীন শিশির। সংবর্ধিত অতিথি ছিলেন আবুল কাসেম চেয়ারম্যান। বিশেষ অতিথি ছিলেন হাজি সেলিম হক, আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী, আমজাদ হোসেন এবং সঞ্চালনায় ছিলেন অধ্যক্ষ আজিম উদ্দিন।
প্রধান অতিথি তার বক্তৃতায় একুশ শতকের এই প্রতিযোগিতাময় বিশ্বে শিশুদের উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষিকার পাশাপাশি বাবা মাদের বিশেষ দায়িত্ববান হওয়ার জন্য আহবান জানান। আলোচনা সভাশেষে পটিয়া-কর্ণফুলীর ৪১টি কিন্ডারগার্টেন স্কুলের ৪৮৫ জন ছাত্র-ছাত্রীকে পুরস্কার প্রদার করা হয়।