ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি স ম হামেদ হোসাইন বলেন, ইসি কর্তৃক ডিসেম্বর ২০১৮ এর শেষ সপ্তাহে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেয়া হলেও রাজনৈতিক অঙ্গনে তা পরিদৃষ্টমান নয়। সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যকার বিদ্যমান যোজন-যোজন দূরত্ব বরাবরই জনমনে সংশয় ও শঙ্কা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত। একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দলসমূহের মধ্যে রাজনৈতিক সমঝোতা গড়ে তোলার কোন বিকল্প নেই।
ইসলামিক ফ্রন্ট পটিয়া উপজেলা সভাপতি আলহাজ এ এম মঈন উদ্দীন চৌধুরী হালিম বলেন, চট্টগ্রাম-১২ পটিয়া সংসদীয় আসনেও ইসলামিক ফ্রন্ট চূড়ান্ত নির্বাচনীয় লড়াইয়ে অংশগ্রহণ করবে। এ লক্ষ্যে তৃণমূলে সাংগঠনিক শক্তিকে অধিকতর বৃদ্ধি করে নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবিলায় সংশ্লিষ্ট নেতা-কর্মীদের প্রস্তুতি গ্রহণ করতে হবে।
নেতৃবৃন্দ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ পটিয়া উপজেলার উদ্যোগে গত ৮ সেপ্টেম্বর পটিয়া সদরের মুন্সেফ বাজারস্থ কর্ণফুলী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত বর্ধিত সভায় উপরোক্ত মত ব্যক্ত করেন। সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ইসলামিক ফ্রন্টের সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন, স ম শওকত আজিজ, আবদুল্লাহ আল রেজা ও মঈনুল ইসলাম ফরহাদ।