পটিয়া পৌরসভার পক্ষ থেকে শারদীয়া দূর্গাপূজা উপলক্ষে ১৪ পূজামন্ডপে অনুদান প্রদান করা হয়েছে। পৌরসভা মিলনায়তনে ১৪ অক্টোবর বিকেলে আনুষ্ঠানিকভাবে এই অর্থ তুলে দেন পটিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ। পৌরসভার ৩নং ওয়ার্ডের কাইন্সিলর আবু ছৈয়দের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন হিন্দ বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ পটিয়া উপজেলা সভাপতি ডা. দিলীপ ভট্টচার্য্য, ৫নং ওয়ার্ড কাউন্সিলর এম খুরশিদ গণি, মহিলা কাউন্সিলর বুলবুল আকতার, ফেরদৌস বেগম, ইয়াছমিন আকতার, প্রভাষক অজিত কুমার মিত্র, পটিয়া পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশ্বজিত দাশ, সাধারণ সম্পাদক প্রনব দাশ। আলেচনা সভাশেষে ১৪টি পূজামন্ডপের প্রতিনিধিদের হাতে ৩ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়