পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী গত শনিবার দুপুরে কোলাগাঁওর টেক এলাকায় পটিয়ার কোলাগাঁও ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ এ পটিয়া। জনগনের ভোটে আমি ২বার এমপি নির্বাচিত হয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল উন্নয়ন আমি এলাকায় এলাকায় পৌছে দিয়েছি। আজ শেখ হাসিনার নেতৃত্বে পটিয়া এখন উন্নয়নের শহর। পটিয়ার প্রতিটি গ্রামে গ্রামে, পাড়া–মহল্লায় এ সরকারের উন্নয়নের ছোঁয়া লগেছে। ইউনিয়ন আ.লীগের সভাপতি মোহাম্মদ হারুনেরর সভাপতিত্বেসাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর ও বদিউল আলম তুষারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণজেলা আ.লীগের সিনিয়র সহ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আ.লীগের সভাপতি আ ক মসামশুজ্জামান চৌধুরী, উপজেলা আ.লীগ নেতা আজিমুল হক, এম এজাজ চৌধুরী, মহিলা আ.লীগ নেত্রী মাজেদাবেগম শিরু, ইউপি চেয়ারম্যান আহমদ নুর, উপজেলা যুবলীগ সভাপতি এডভোকেট বেলাল উদ্দিন, সাধারণসম্পাদক এম এ রহিম, ওসমান হাজী, উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক খলিল আহম্মদ, দিদার, রমজানআলী সর্দ্দার, তপন চৌধুরী, ইকবাল আহমদ, মাহবুল হক চৌধুরী, মফিজ, বুলবুল, নাজিম উদ্দিন, জামালউদ্দিন আকবর প্রমুখ।–বিজ্ঞপ্তি