পটিয়ায় হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন!

পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী গত শনিবার দুপুরে কোলাগাঁওর টেক এলাকায় পটিয়ার কোলাগাঁও ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ এ পটিয়া। জনগনের ভোটে আমি ২বার এমপি নির্বাচিত হয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল উন্নয়ন আমি এলাকায় এলাকায় পৌছে দিয়েছি। আজ শেখ হাসিনার নেতৃত্বে পটিয়া এখন উন্নয়নের শহর। পটিয়ার প্রতিটি গ্রামে গ্রামে, পাড়া–মহল্লায় এ সরকারের উন্নয়নের ছোঁয়া লগেছে। ইউনিয়ন আ.লীগের সভাপতি মোহাম্মদ হারুনেরর সভাপতিত্বেসাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর ও বদিউল আলম তুষারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণজেলা আ.লীগের সিনিয়র সহ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আ.লীগের সভাপতি আ ক মসামশুজ্জামান চৌধুরী, উপজেলা আ.লীগ নেতা আজিমুল হক, এম এজাজ চৌধুরী, মহিলা আ.লীগ নেত্রী মাজেদাবেগম শিরু, ইউপি চেয়ারম্যান আহমদ নুর, উপজেলা যুবলীগ সভাপতি এডভোকেট বেলাল উদ্দিন, সাধারণসম্পাদক এম এ রহিম, ওসমান হাজী, উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক খলিল আহম্মদ, দিদার, রমজানআলী সর্দ্দার, তপন চৌধুরী, ইকবাল আহমদ, মাহবুল হক চৌধুরী, মফিজ, বুলবুল, নাজিম উদ্দিন, জামালউদ্দিন আকবর প্রমুখ।–বিজ্ঞপ্তি