জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে ২০১৮ সালে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং পড়ালেখার মানোন্নয়নে অবদান রাখায় পটিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে তাকে শ্রেষ্ঠ সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের বিনিনিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সাধারণ সম্পাদক ক্রীড়া সংগঠক মো. নাছির উদ্দিন। শ্রেষ্ঠ স্কুল কমিটির সভাপতি মনোনীত হওয়ায় তিনি পটিয়া আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরীসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।