পটিয়ায় ময়লা অপসারণের দাবিতে মানববন্ধন।

পটিয়া পৌরসদরে গত বুধবার দুর্গন্ধযুক্ত কাদা–পানি, ময়লা আবর্জনার কারণে জনগণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদে শহীদ ছবুর রোড ব্যাবসায়ী দোকান মালিক সমিতি’র উদ্যোগ এক সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শহীদ ছবুর রোড ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী এম এ ইউসুফ, সাধারণ সম্পাদক আবু ছিদ্দিক, সহ–সভাপতি বাদল দে, রনি বড়–য়া, হাজী শফিউল আলম, আবুল মনছুর, টিটু, আহমদ নুর, মো. ইমরান, আলমগীর, কানুন রশিদ, আবু তালেব (সংকেত), মো. রফিক আবদূল মোমেন, কবির আহমদ, জামাল উদ্দিন, কানু দে, প্রমুখ।
সভায় বক্তারা বলেন, পৌরসদরে শহীদ ছবুর রোডে দীর্ঘদিন ধরে সড়কের উপর পানি জমে থাকায় জনসাধারণের চলাচল ব্যহত হচ্ছে। সড়কে সামন্য বৃষ্টি হলে ছবুর রোডের আশেপাশে মার্কেটগুলো দোকানপাট বন্ধ রাখতে হয়। এতে ব্যবসায়ীরা ঠিকমত ব্যবসা পরিচালনা করতে পারছে না। যার ফলে ব্যবসায়ী, স্কুল–কলেজের শিক্ষার্থী, সাধারণ জনগণ, ক্রেতা–বিক্রেতা ও যানবাহন ঠিকমত চলাচল করতে পারছে না। অতিদ্রুত ড্রেন নির্মাণসহ রাস্তা সংস্কার কাজ সম্পন্ন করে সাধারণ জনগণের চলাচল উপযোগী করার জন্য পৌরসভা এবং সড়ক ও জনপদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে দাবি জানান ভুক্তভোগীরা। আগামী এক সপ্তাহের মধ্যে তা সম্পন্ন করা না হলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে জানান ব্যবসায়ী সমাজ ।