পটিয়ায় উপজেলার কোলাগাঁও ইউনিয়নে মাবোইল চার্জ দিতে গিয়ে শারমিন আক্তার (১৬) নামের এক কলেজ ছাত্রী বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন।শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। নিহত কলেজ ছাত্রী শারমিন আক্তার (১৬) ওই এলাকার ইদ্রিস মিয়ার মেয়ে। জানা যায় শারমিন স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, সকালে বাড়িতে মোবাইল ফোনে চার্জ দিচ্ছিলেন শারমিন। সে সময় অসাবধানতা বশত: বিদ্যুতায়িত হন। পরিবারের সদস্যরা দুপুরে শারমিনকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।