পটিয়ায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

 

বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার সকাল সোয়া নয়টার দিকে চট্টগ্রামের পটিয়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চট্টগ্রাম নগরীর দেওয়ান-হাট এলাকার প্রয়াত মো. শরীফের ছেলে মাহবুবুলর রহমান (৪৫) ও আগ্রাবাদ এলাকার সিউল হকের ছেলে মোজাম্মেল হক লিটন (৩৬)।

পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ মোশাররফ হোসেন জানান, সকালে পটিয়া পৌর সদরের আল্লাই কাগজিপাড়া এলাকায় চট্টগ্রাম শহরমুখী বাসের সঙ্গে কক্সবাজারমুখী মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।