পটিয়ায় জায়গা বিরোধ নিয়ে গৃহিণীকে পিটিয়ে জখম

পটিয়া উপজেলার মুজাফরাবাদ গ্রামে পারিবারিক বিরোধ নিয়ে শিপা দে (৩০) নামের এক গৃহিনীকে পিটিয়েজখম কর হয়েছে অভিযোগ উঠেছে।অভিযোগ কারী ওই গৃহিনী বিবর্তন চৌধুরীর স্ত্রী। গতকাল রবিবার সকাল সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে।ঘটনার পর আহত গৃহিনী পটিয়া হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহণ করেছেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরেউপজেলার মুজাফরাবাদ গ্রামের মেঘনাথ চৌধুরী বিমলের পুত্র বিবর্তন চৌধুরীর সঙ্গে একই এলাকার তুষারচৌধুরীর সঙ্গে জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। মুজাফরাবাদ মৌজার ৫ শতক জায়গা নিয়ে পটিয়া থানায়বর্তমানে একটি অভিযোগ রয়েছে। গত শনিবার পটিয়া থানার উপ–পরিদর্শক খাজু মিঞারর্কাছে একটিবৈঠকও অনুষ্ঠিত হয়। পিয়াল চৌধুরী নামে অপর একব্যক্তির কাছ থেকে তুষার চৌধুরী টাকা পাওয়ার ইস্যুতেবিবর্তন চৌধুরীর জায়গা দখল করে রাখে। এই ঘটনায় থানায় অভিযোগ হলে বৈঠকে সিদ্ধান্ত হয় শিপা দে’রজায়গা তাকে বুঝে দিতে হবে। কিন্তু বৈঠকে ১৫ দিন সময় নিয়ে তুষার বাড়ি ফিরে বির্বতন চৌধুরীর স্ত্রী শিপাচৌধুরীরকে পিটিয়ে জখম করে। পটিয়া থানার উপ–পরিদর্শক খাজু মিঞা বলেন, দু’টি পক্ষের মধ্যে যে বিরোধচলছিল তা নিয়ে থানায় একটি বৈঠক চলমান। বৈঠকে সিদ্ধান্ত হয় অতিরিক্ত দখল করে রাখা জায়গা তুষারচৌধুরী ছেড়ে দিবেন। কিন্তু তা না করে প্রতিপক্ষকে দুর্বল করতে হামলা করা হয়েছে। হামলা করার ঘটনায়থানায় এখনো লিখিত কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।