পটিয়ায় গৃহবধু মর্জিনা আফরোজ খাতুনকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডে গৃহবধু মর্জিনা আফরোজ খাতুনকে (১৯) হত্যার প্রতিবাদে গ্রামবাসী মানববন্ধন করেছে। গত শনিবার পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের বাড়ৈকারা এলাকায় বিভিন্না শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাধারণ মানুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে গৃহবধু মর্জিনা আফরোজ খাতুনকে স্বামীর পরিবারের নির্যাতন ও পরিকল্পিতভাবে হত্যার দায়ে স্বামী ও তার পরিবারের শাস্তির দাবি জানানো হয়।
পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও বাড়ৈকারা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ সদস্য মোহাম্মদ শাহজাহান চৌধুরী, বড়রিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ জামাল উদ্দিন ও শাহে এমরান, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, ইউপি সদস্য দুলা মিয়া মেম্বার, বাড়ৈকারা মিনি স্টার ক্লাবের যুগ্ম সম্পাদক নুরুল আবছার ইমরান, কাজী আমিনুল ইসলাম, বাড়ৈকারা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ ফেরদৌস, শাহদাৎ হোসেন, মুক্তিযোদ্ধা ইব্রাহিম, আবুল কালাম, ওমর ফারুক, নিহতের পরিবারের সদস্য আত্বীয় স্বজন, বাড়ৈকারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, বাড়ৈকারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, বাড়ৈকারা ইউনচিয়া আজিজুল মাদ্রাসার শিক্ষার্থী, মেরিট হেভেন গ্রামার স্কুলে শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের বাসিন্দা ও মর্জিনার স্বামী মহিউদ্দিন ও তার পরিবারের লোকজন পরিকল্পিতভাবে হত্যা করেছে। এই ঘটনায় আদালতে মর্জিনার মা ফাতেমা বেগম বাদী হয়ে আদালতে একটি মামলা করেছেন। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনার দাবি জানান।