পটিয়ায় খরনা ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের তৃণমূল প্রতিনিধি সভা

গত শনিবার সন্ধ্যায় মুজাফফরাবাদ কলেজ প্রাঙ্গণে পটিয়ার খরনা ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়ার সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরী
এসময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত দুই মেয়াদে দেশে অনেক উন্নয়ন করেছেন। শুধু শহর ভিত্তিক নয়, গ্রামের উন্নয়নে বেশি প্রাধান্য দিয়ে আজ তৃণমূলের মানুষের মন জয় করে নিয়েছেন। এরই ধারাবাহিকতায় পটিয়ায় আজ দুই হাজার কোটি টাকার উন্নয়ন দৃশ্যমান। এতে মহল বিশেষ ঈর্ষান্বিত হয়ে সরকারের উন্নয়নের অপপ্রচারে লিপ্ত হয়েছে। আসন্ন নির্বাচনে আবারো নৌকা মার্কাকে বিজয়ী করে শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করে ২০২১ সালে মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালে উন্নত রাষ্ট্রে পরিণত করতে দলমত নির্বিশেষে এগিয়ে আসতে হবে।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামশুল আলম ও সভা সঞ্চালনায় করেন সাধারণ সম্পাদক জয় প্রকাশ দত্তের এতে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আ.লীগের সিনিয়র সহ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, পৌরসভা আ.লীগের সাধারণ সম্পাদক আলমগীর আলম, সাবেক চেয়ারম্যান আবদুল খালেক, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, কাউন্সিলর কামাল উদ্দিন বেলাল, মফজল আহমদ চৌধুরী, আলমগীর খালেদ, শহিদুল আলী মঞ্জু, এম. এজাজ চৌধুরী, লায়ন গোলাম সরোয়ার চৌধুরী মুরাদ, মো. নাছির উদ্দিন, আবদুল হান্নান লিটন, এড. হোসাইন রানা, নাজিম উদ্দিন পারভেজ, নরেন রায় চৌধুরী, মজিবুল হক নবাব, পৌরসভা যুবলীগ সভাপতি নুর আলম ছিদ্দিকী, উপজেলা যুবলীগ সভাপতি বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক এম এ রহিম, হাসানউল্লাহ চৌধুরী, মফিজুর রহমান, সেলিম উদ্দিন, মাস্টার বদিউল আলম, মাহবুবুল বশর বুলু, কবির আহমদ সও:, মুক্তিযোদ্ধা আবদুল গফুর, এনাম মজুমদার, কামাল উদ্দিন, ফয়সাল আহমদ, পিবলু, ওয়াসিম, মফিজুল আলম, আবু তাহের, লিটন, বাপ্পী চৌধুরী, নুরুল আবছার, রাসেল, কোরবান আলী, ইকবালুর রহমান ওপেল, কামাল উদ্দিন, আবু তৈয়ব সোহেল, সাজ্জাতুল বশর, মাইমুন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।