পটিয়ায় কোযাটার ফাইনালে হবিলাশদ্বীপ বনাম আসিয়া

পটিয়ায় এ টুর্নামেন্টে স্ব স্ব খেলায় জিতে কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে হাবিলাশদ্বীপ ও আসিয়া ইউনিয়ন। গতকাল পটিয়া আদর্শ হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের হাবিলাশদ্বীপ ইউনিয়ন ফুটবল একাদশ ২-১ গোলে ভাটিখাইন ইউনিয়ন ফুটবল একাদশ ১-০ গোলে জঙ্গলখাইন ইউুনয়ন ফুটবল একাদশকে হারিয়ে এ যোগ্যতা অর্জন করেছে।
এদিকে ২য় খেলায় ০-১ গোলে পিছিয়ে থাকার পর জঙ্গলখাইন ইউনিয়ন ফুটবল একাদশ দ্বিতীয়ার্ধে একটি গোল করলেও রেফারির বির্তকিত সিদ্ধান্তে তা গোল হিসেবে গণ্য করেনি। জঙ্গলখাইন ইউনিয়নের পক্ষে প্রতিবাদ জানালে টুর্নামেন্ট কমিটি রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করে। খেলায় উপস্থিত ছিলেন, টুর্নামেন্টের পরিচালা কমিটির সদস্য ও উপজেলা ক্রীড়া সংস্থার সচিব ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, টুর্নামেন্ট কমিটির সদস্য মাহবুবুল আলম, আলহাজ্ব আবুল কাসেম, শামসুল আলম বাবু ও নাছির উদ্দিন।