পটিয়ায় আব্দুল করিম সাহিত্যবিশারদ স্মৃতি সংসদের উদ্যোগে তার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২ দিনব্যাপী সাহিত্যবিশারদ স্মৃতি সাহিত্য-সাংস্কৃতিক স্বর্ণপদক প্রতিযোগিতা পটিয়া ক্লাব মুক্ত মঞ্চে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ ছৈয়দ চেয়ারম্যানের সভাপতিত্বে এবং সাইফুল্লাহ পলাশের সঞ্চালনায় সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা উপ-পরিষদের আহবায়ক নাজের উদ্দিনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে ২ দিন ব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রফেসর মো. আবদুল আলিম। প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু, প্রধান শিক্ষক রাশিদুল হক মিজান, অধ্যাপক ভগিরত দাশ, অধ্যাপক সুভাশিষ দাশ রূপক, অধ্যাপক পহেলী দে, পটিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা। সাহিত্য বিভাগের ক গ্রুপের ফলাফল : আবৃত্তি ১ম ইপ্সিতা দে, ২য় মলি দে, ৩য় অয়ন্তী দাশ। বিশেষ : ১. আসিফুর রহমান তুষার, ২. জয়িতা দেবী, ৩. রীতিকা কর, ৪. যারীন তাসনীম সাহিয়ান, ৫. সানজানা জাহান স্নেহা, ৬. নাঈমিন ইসলাম, ৭. নাশিতা শাহরিফা অঙ্গী। নৃত্য : ১ম পূজা দাশ, ২য় রাত্রী বিশ্বাস, গোপিকা দাশ, ৩য় ফাবিতা বিনতে ইশমা, ইস্পা দাশ। কুইজ : ১ম ইপ্সিতা দে, ২য় তাসরিহা বিনতে তাসনিম, ৩য় হিতৈষী দাশ, বিশেষ : অর্পণ মজুমদার, তামান্না আলম। চিত্রাংকন : ১ম রায়তা মোহাম্মদ সাহেদ, ২য় যারীন তাসনিম সাইয়ান, ৩য় অয়ন্তী দাশ, বিশেষ : অন্বেষা দে, নিত্যানন্দ দাশ, প্রিতম দাশ, অর্পিতা দে, রীতিকা কর, জোবাইদা খানম, অর্পা চৌধুরী, সাহি বিন নুসারের, নাঈমিন ইসলাম, আদিত্য নন্দী। সুন্দর হস্তাক্ষর : ১ম তাফরিহা তানহীম, ২য় আশিকুর রহমান, ৩য় অর্পিতা দে। (খ) বিভাগ : আবৃত্তি- ১ম সামিহা রুতবাহ, ২য় কাজী আতিকা জান্নাত, ৩য় সৈয়দা জুলেখা মুনির, নুজহাত সারিনা প্রিয়ন্তী। নৃত্য : ১ম অভিরুপা বড়–য়া, ২য় লাবন্য দে, ৩য় সিমা আক্তার। কুইজ : ১ম শুসিক্তা নাথ পুস্প, ২য় সামিহা রুতবাহ, ৩য় রাইসা শিকদার, কাজী জান্নাতুল কাউসাইন। চিত্রাংকন : ১ম হাসনুর আক্তার, ২য় তাহছিয়া আলম তাসবী, ৩য় কাজী আতিফা জাহান, বিশেষ : স্বপ্নীল বড়–য়া, সোহাগ শীল, এস.এ ইকরা চৌধুরী, মিষ্ঠা পাশ, শুভম দাশ, নিলয় খাস্তগীর, অর্ণব ধর, কানিজ ফাতেমা, সাদিয়া সুলতানা রুহী, শিমু নাথ।
সুন্দর হস্তাক্ষর : ১ম সামিহা রুতবাহ, ২য় অর্পিতা চৌধুরী, ৩য় কথা বড়–য়া। (গ) বিভাগ আবৃত্তি- ১ম তাওহীদুল ইসলাম তুহিন, ২য় আরফা সুলতানা চৌধুরী, ৩য় তাসনুবা খানম পাঠান। নৃত্য : ১ম হৈমন্তী দে, ২য় গাজী মুহাম্মদ রকিবুল ইসলাম, ৩য় স্বাগতা বড়ুয়া, চিত্রাংকন : ১ম স্বাগত বড়–য়া, ২য় আতিকা বিনতে মুনির, ৩য় জোবাইদা সুলতানা, বিশেষ : অদ্বৈত দাশ, মাহফুজা রহমান, আরিফা আকতার, আইরিন সুলতানা, মারজানা ইসলাম ইমু, নুসরাত জাহান, মনিরা আক্তার মিশু। নির্ধারিত বক্তৃতা : ১ম তাওহীদুল ইসলাম তুহিন, ২য় দীপা শীল, ৩য় আরফা সুলতানা চৌধুরী, উপস্থিত বক্তৃতা : ১ম আরফা ইসলাম চৌধুরী, ২য় তাওহীদুল ইসলাম তুহিন, ৩য় দীপা শীল।
আজ সকাল ৯ টায় সাংস্কৃতিক প্রতিযোগিতা পটিয়া ক্লাব মুক্ত মঞ্চে শুরু হবে। আগামী ২৬ অক্টোবর শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় পটিয়া ক্লাব মুক্ত মঞ্চে পুরস্কার বিতরণ ও নাটক মঞ্চস্থ হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পটিয়া থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আলহাজ সামশুল হক চৌধুরী। ড. সেলিম আল দ্বীন রচিত নাটক ‘বাসন’ পরিবেশনায় ‘পটিয়া থিয়েটার’। এতে সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
তথ্যসূত্রে দৈনিক পূর্বদেশ