পচাবাসি খাবার ও অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে পটিয়ায় ভাতের হোটেল ও ২টি মিষ্টির দোকানকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-সচিব মনজুর মোহাম্মদ শাহরিয়ার অভিযান চালিয়ে ৩ দোকান থেকে এসব জরিমানা আদায় করেন। ভাতের হোটেল পটিয়া আল মদিনাকে ২৫ হাজার টাকা, আদর্শ মিষ্টি ভান্ডারকে ২৫ হাজার টাকা ও চন্দ মিস্টি ভান্ডারকে ১৫ হাজার জরিমানা করে তা আদায় করেন।
জানা গেছে, পটিয়া পৌর সদরের বিভিন্ন হোটেল ও মিষ্টির দোকানে বেশ কিছুদিন ধরে পঁচাবাসি খাবার পরিবেশন করার অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালায়। অভিযান শুরু হলে পৌর সদরের বেশ কয়েকটি দোকান বন্ধও করে রাখে। অভিযানে নেতৃত্ব দেওয়া উপ-সচিব মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ভাতের হোটেল ও মিষ্টির দোকানে পঁচাবাসি খাবার পরিবেশ করার দায়ে ৩টি দোকানে ৬৫ হাজার টাকা জরিমানা এবং জরিমানার টাকা আদায় করা হয়েছে।