পটিয়ার মুকুট নাইটে শাহাদাতে কারবালা মাহফিল শুরু

পটিয়ার মুকুট নাইটে শাহাদাতে কারবালা মাহফিল উদযাপন পরিষদের উদ্যোগে আজ বুধবার থেকে বিভিন্ন মসজিদে ১০ দিনব্যাপী শাহাদাতে কারবালা মাহফিল শুর হচ্ছে। প্রথম দিবসে মাহফিল অনুষ্ঠিত হবে হক ফিরোজা জামে মসজিদে। এতে সভাপতিত্ব করবেন করনখাইন গাউসিয়া কমিটির সভাপতি জামশেদুল আলম। উদ্বোধক থাকবেন নুরুল আজিম চৌধুরী। প্রধান অতিথি থঅকবেন শাহ মালেকীয়া দরবার পটিয়ার সাজ্জাদানশীন নায়েবে গাউছে মুখতার গোলাম মর্তুজা মো. ইয়াহিয়া আল মালেকী আল জিলানী ।
দশম দিন অনুষ্ঠিত হবে মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ের পাশে। এত সভাপতিত্ব করবেন এডভোকেট আব্দুল বারী চৌধুরী । প্রধান অতিথি থাকবেন পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরী এবং ২য় অধিবেশনে সভঅপতিত্ব করবেন আব্দুল জলিল চৌধুরী। এতে প্রধান অতিথি থাকবেন আল্লামা আশরাফুজ্জামান আল কাদেরী। এতে সর্ব মহলের উপস্থিতি কামনা করেছেন শাহাদাতে কারবালা মাহফিল উদযাপন পরিষদের সভাপতি আবদুল জলিল চৌধুরী ও সাধারণ সম্পাদক কাজী মাওলানা নাসির উদ্দিন তৈয়্যবী