পটিয়ার সুজিত ভট্টাচার্য্য দোলনের সভাপতিত্ব ছনহরা নান্দনিক শিল্পকলা একাডেমির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী।
এতে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী বলেন, দেশ প্রেমিক নাগরিক তৈরী করতে শিল্প সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ছনহরা ইউপি চেয়ারম্যান এডভোকেট আবদুর রশীদ দৌলতি, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম আইনজীবী সমিতির সিনিয়র সহ সভাপতি রনজিত মিত্র। বিশেষ অতিথি ছিলেন পটিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, প্রত্যয় সাংস্কৃতিক একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি। বক্তব্য রাখেন শিমুল কানুনগো, জয়প্রকাশ ভট্টাচার্য্য, মেম্বার জয়নুল আবেদীন মোস্তাক, সোনালী দত্ত, সঞ্জিব চক্রবর্ত্তী, টিংকু, ম্যাঙ্মি গোর্কী শীল টিপু প্রমুখ।