পঙ্গু শহিদকে কৃত্রিম পা দিলেন এমপি নদভী

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নে পঙ্গু শহিদকে একটি কৃত্রিম পা প্রদান করেন সাতকানিয়া-লোহাগাড়া’র ১৫ সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ।

আজ সোমবার কৃত্রিম পা প্রদান কালে এমপি বলেন, সচেতনতার মাধ্যমে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব। এই জন্য সকলকে সচেতন হওয়ার জন্য তিনি আহ্বান জানান।

এইসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নরুল আফছার চৌধুরী, স্থানীয় সংসদের সহকারী একান্ত সচিব এস এম সাহাদাৎ হোসেন সাহেদ, সাতকানিয়া উপজেলা যুবলীগ নেতা দেলোয়ার হোসেন বেলাল, দিদারুল ইসলাম সিপন প্রমুখ।