নৌপ্রকৌশলী সাজিদ যুক্তরাজ্যে পুরস্কারের জন্য নির্বাচিত

ইংল্যান্ডের ইন্সটিটিউট অব মেরিন ইঞ্জিনিয়ারিং, সাইন্স অ্যান্ড টেকনোলজি (আইমারেস্ট) পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট নৌ প্রকৌশলী সাজিদ হোসেন।

মেরিন একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইমারেস্ট এর ‘আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন ইন মেরিন এডুকেশন-২০১৯’ এর জন্য কমান্ড্যান্ট সাজিদ হোসেনকে নির্বাচিত করা হয়েছে।

মেরিন শিক্ষার উন্নয়ন অবদান রাখার স্বীকৃতি হিসেবে এ পুরষ্কার দেওয়া হয়।

বিশ্বের ১২০টি দেশের প্রায় ২২ হাজার মেরিন প্রফেশনালের পেশাদার সংস্থা আইমারেস্ট বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

১৫ ফেব্রুয়ারি একটি দাপ্তরিক পত্রে সাজিদ হোসেনের এই পুরষ্কার প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছে আইমারেস্ট।

১৫ মার্চ লন্ডনের গিল্ড হলে আইমারেস্ট কাউন্সিল সেশনে সাজিদ হোসেন এই পুরষ্কার গ্রহণ করবেন।

সাজিদ হোসেন ২০১৭ সন থেকে যুক্তরাজ্য ইঞ্জিনিয়ারিং কাউন্সিলে একজন চার্টার্ড ইঞ্জিনিয়ার, ২০০৬ থেকে আইমারেস্টের ফেলো ও চার্টার্ড মেরিন ইঞ্জিনিয়ার, ২০১৩ থেকে সুইডেনের ওয়ার্ল্ড মেরিটাইম ইউনিভার্সিটির বোর্ড অব গভর্নর্সের একজন গভর্নর এবং ২০১৬ থেকে আইএমও মেরিটাইম অ্যামব্যাসেডর।

তিনি ২১টি গ্রন্থ (এবারের ‘ক্যাম্পের কিশোর-সহ), ২০টি গবেষণাপত্র এবং ২৫০টি নিবন্ধ রচনা করেছেন।

২০০৯ সাল থেকে সাজিদ হোসেন বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ডেন্ট হিসিবে দায়িত্ব পালন করছেন।