লোহাগাড়ায় আসন্ন সংসদ নির্বাচনে চট্টগ্রাম- ১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভীকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে করণীয় নির্ধারণে উপজেলা আওয়ামী লীগের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত ৫ ডিসেম্বর বুধবার সকাল ১১টায় বটতলী মোটর স্টেশনস্থ দলীয় কার্যালয়ে সংগঠনের সভাপতি খোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সালাহ উদ্দিন হিরুর সঞ্চালনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ আনোয়ার কামাল চৌধুরী। এতে বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান আলহাজ নুরুচ্ছফা চৌধুরী, সহ-সভাপতি সাবেক উপজেলা ভাইসচেয়ারম্যান নিবাস দাশ সাগর, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু, পদুয়া ইউপি চেয়ারম্যান মো. জহির উদ্দিন, পুটিবিলা ইউপি চেয়ারম্যান হাজী মো. ইউনুস, কলাউজান ইউপি চেয়ারম্যান এম. ওয়াহেদ, চরম্বা ইউপি চেয়ারম্যান মাষ্টার শফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, এইচ এম গণি সম্রাট, এস এম আবদুল জব্বার, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের আহবায়ক মো. জহির উদ্দিন, উপজেলা শ্রমিকলীগ সভাপতি ফরিদ উদ্দিন, আমিরাবাদ ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম ইউনুছ, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন মানিক ও রশিদ আহমদ প্রমুখ। সভায় আগামী ৮ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট দলীয় ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে ভোট কেন্দ্র পরিচালনা কমিটির তালিকা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়। এছাড়াও আগামী ১৩ ডিসেম্বর পুটিবিলা, ফারেঙ্গা, পানত্রিশা ও নারিশ্চা, ১৫ ডিসেম্বর কলাউজান ইউনিয়ন, ১৭ ডিসেম্বর চরম্বা ইউনিয়ন, ১৯ ডিসেম্বর চুনতি ইউনিয়ন, হরিণা ও রশিদারঘোনা, ২১ ডিসেম্বর বড়হাতিয়া ইউনিয়ন, ২৩ ডিসেম্বর লোহাগাড়া ও আধুনগর ইউনিয়ন, ২৫ ডিসেম্বর আমিরাবাদ ইউনিয়ন, ২৭ ডিসেম্বর পদুয়া ইউনিয়নে গণসংযোগ এবং ২৮ ডিসেম্বর উপজেলা সদর বটতলী মোটর ষ্টেশনে বিশাল নির্বাচনী শো-ডাউন করার সিদ্ধান্ত গৃহিত হয়। প্রতিটি গণসংযোগ কার্যক্রমে চট্টগ্রাম- ১৫ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।