বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও এমপি নদভীর সহধর্মিণী মিসেস রিজিয়া রেজা চৌধুরী বলেছেন, শিক্ষার্থীরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার কাজে সহায়ক ভূমিকা রাখবে।
সকালে লোহাগাড়া উপজেলার সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের ২০১৮ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নারীনেত্রী ও মানবাধিকার কর্মী মিসেস রিজিয়া রেজা চৌধুরী আরো বলেছেন, আজকের প্রজন্ম আগামী দিনের এদেশ গড়ার কর্ণধার। শুধু শিক্ষিত হলে হবেনা।নৈতিক শিক্ষা অর্জনের মাধ্যমে সুনাগরিক হওয়া সম্ভব। শিক্ষার্থীদেরকে পাঠ্যক্রমিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার মাধ্যমে আদর্শিক নাগরিক হিসেবে গড়ে উঠারও আহ্বান জানান।
আবদুল হান্নান মো. ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.নুরুল ইসলাম।