নির্বাচনে সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে এখন থেকেই প্রস্তুতি নিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ

চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সারাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। তিনি বলেন, সন্ত্রাস-চাঁদাবাজ,মাদকাসক্তি,জঙ্গীবাদ দেশ ও জাতির শত্রু। এসব অপকর্মের সাথে যারা জড়িত তাদের কঠোরভাবে দমন করতে হবে।আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কোন ধরণের সন্ত্রাস ও জঙ্গীবাদ সৃষ্টি করতে না পারে সেই জন্য এখন থেকেই প্রস্তুতি গ্রহনের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেন।

তিনি আরো বলেন,এক সময়ের অশান্তির জনপদ সাতকানিয়া লোহাগাড়া আজ শান্তির নীড়ে পরিণত হয়েছে এবং অবকাঠামোগত ভাবে বিগত সাড়ে চার বছরে অভাবনীয় উন্নতি সাধিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১ টায় লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা ভিআইপি হল রুমে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আনোয়ার কামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান গুলশান আরা, লোহাগাড়া থানার ওসি (তদন্ত)আব্দুল জলিল, উপজেলা স্বাস্থ্য প.প কর্মকতা ডা. মুহাম্মদ হানিফ, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ শামিম হোসেন,  উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নিবাস দাশ সাগর, আওয়ামী লীগ নেতা এইচ এম গনি সম্রাট, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মুহাম্মদ জহির উদ্দিন, চুনতি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদীন জনু ,বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী, কলাউজান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম.এ ওয়াহেদ,উপজেলা প্রকৌশলী প্রতিপদ দেওয়ান,চরম্বা ইউপি চেয়ারম্যান মাস্টার মুহাম্মদ শফিকুর রহমান,আমিরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসএম ইউনুছ,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক মুহাম্মদ মিজানুর রহমান,উপজেলা যুবলীগের সদস্য মুহাম্মদ সাইফুল হাকিম,সাংসদের সহকারী একান্ত সচিব এসএম শাহাদৎ হোসাইন শাহেদ, আধুনগর ইউপির ১নং প্যানেল চেয়ারম্যান বাবু শিবুরঞ্জন পাল, পুটিবিলা ইউপির ১নং প্যানেল চেয়ারম্যান বাবু সুজিত বড়ুয়া কাজল। এছাড়াও উপজেলার কর্মরত সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।