নির্বাচনের কারণে পেছাবে না বিপিএল-বিসিবি সভাপতি

আসন্ন জাতীয় নির্বাচনের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর মাঠে গড়ানো নিয়ে অনেক অনিশ্চয়তা ছিল। অক্টোবরে থেকে জানুয়ারী সময় পেছানোর পরও উঠেছে নানা প্রশ্ন। এবার সব প্রশ্নের উত্তর দিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। জানালেন নির্বাচনের কারণে পেছাবে না বিপিএল। ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচনের কথা মাথায় রেখে পেছানো হয়েছিল বিপিএল। কিন্তু নির্বাচনের তারিখ এখনও ঘোষণা হয়নি। যদি ডিসেম্বর থেকে নির্বাচনের সময় পিছিয়ে জানুয়ারীতে নেওয়া হয় তাহলে বিপিএল কি আবার পেছানো হবে?
এমন প্রশ্নের উত্তর মিলল বিসিবি প্রধানের কথায়। মঙ্গলবার পাপন বলেন,‘ বিপিএল নির্ধারিত সময়সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে। এমনকি নির্বাচন পিছিয়ে ডিসেম্বর থেকে জানুয়ারিতে গেলেও বিপিএল পেছানো হবে না।’
যদি সত্যিই জানুয়ারীতে নির্বাচন হয় তাহলে শুধু ভোটের দিনই খেলা বন্ধ থাকবে বলে জানান পাপন। তিনি বলেন,‘বিপিএল নির্বাচনের মধ্যে পড়ে গেলে, শুধু নির্বাচনের দিনটাতে খেলা বন্ধ থাকবে। কিন্তু বিপিএল পেছাবে না।’
তথ্যসূত্রে- দৈনিক পূর্বকোণ