নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ছাত্রীর আত্মহত্যা

চট্টগ্রামে নাসরিন আক্তার (১৮) নামে এক ছাত্রী আত্মহত্যা করেছে। বুধবার রাত সাড়ে ১১টায় নগরীর বায়েজিদ শেরশাহ কলোনীর সেলিমের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

শেরশাহ এলাকার মো. নাসিরের মেয়ে নাসরিন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পেরে ক্ষোভে আত্মহত্যা করে। নাসরিন এসএসসির নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হয়েছিল।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই হামিদ বলেন, নাসরিন এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। সে নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছিলো না। তাই রাতে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।