স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ইউপিএস কর্মী সেজে এ হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
পুলিশ বলছে, মহিবুল যে ভবনে থাকেন তার মূল গেটে এসে কয়েকজন ব্যক্তি এলোমেলোভাবে বিভিন্ন বাসার নাম্বার টিপতে থাকেন। তবে ইউপিএস কর্মী বলায় কে বা কারা দরজা খুলে দেয়। পরে দুর্বৃত্তরা মহিবুলের দরজার গিয়ে কড়া নাড়েন। মহিবুল দরজায় এসে জিজ্ঞেস করলে দুর্বৃত্তরা বলে, আমরা ইউপিএসের ডেলিভারি দিতে এসেছি। দরজা খুলতেই তারা মহিবুলকে মাথায় পিস্তল দিয়ে আঘাত করে। আঘাতের চোটে মাটিতে পড়ে গেলে তার পায়ে গুলি করে দুর্বৃত্তরা।
এ সময় তার স্ত্রী পাশের ঘরে ছিলেন। তিনি প্রতিবেশীদের সহায়তায় পুলিশকে খবর দেন। পরে মহিবুলকে এলেমহার্স্ট হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় গণমাধ্যমকে মহিবুল বলেছেন, আমি দ্বিতীয় জীবন পেয়েছি। দুর্বৃত্তরা আমার কাছে কিছুই চায়নি। কিন্তু আমাকে কেন যে গুলি করলো, সেটাই আমি বুঝতে পারছি না।
ওই ভবনের সিসিটিভি পরীক্ষা করে পুলিশ বলেছে, কানেকটিকাটের নাম্বার প্লেটের একটি গাড়িতে করে পালিয়েছে দুর্বৃত্তরা।