চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, নারী শিক্ষার অগ্রগতি হলে দেশ এগিয়ে যাবে। ফলে সরকার নারী শিক্ষার প্রসারের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করে চলেছেন। নারীরা সমাজের এক বৃহৎ অংশ। তাদের বাদ দিয়ে দেশের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ব্যাহত হবে। তাই নারী শিক্ষার অগ্রগতির জন্য সরকার কাজ করে যাচ্ছেন। তত্ত¡াবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন, পুরুষের পাশাপাশি নারীরা তাদের জ্ঞান অর্জনের মাধ্যমে সর্বক্ষেত্রে অবস্থান করে নিয়েছেন। এখন আর নারী পুরুষ নেই, সবাই শিক্ষার্থী। এই সকল শিক্ষার্থীদের দায়িত্বশীল হতে হবে। সারা পৃথিবী শিক্ষিত হলে জাতি এগিয়ে যাবে না। দায়িত্বশীল হতে হবে। পৃথিবীর সাথে বাংলাদেশকে এগিয়ে নেয়ার জন্য চ্যালেঞ্জ হিসেবে নিজেদেরকে স্মার্ট, সাহসি ও জ্ঞানী হতে হবে। বাংলাদেশ উন্নত শক্তিশালী, সাহসি, শিক্ষিত জাতি গঠনের জন্য নিজেদেরকে প্রস্তুত হতে হবে। দক্ষিণ চট্টগ্রামের চেহেরা আগামী ১০ বছরে পালটে যাবে। সেই পরিবর্তনে আমরা দর্শকের ভূমিকা নয় কর্মীর ভূমিকায় থাকতে চাই। গত ২৩ ফেব্রæয়ারি উপজেলার বরকল আবদুল হাই-আনোয়ারা বেগম বালিকা বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবদুল ওয়াহেদ মাহফুজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম চৌধুরী। প্রধান আলোচক ছিলেন তত্ত¡াবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় প্রধান শিক্ষক নুরুল কবির। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনি, সাবেক সংসদ সদস্য সরওয়ার জামান নিজাম, প্রতিষ্ঠাতা সদস্য যথাক্রমে হাসান মাসুদ, ডা. হোসেন দেওয়াঙ্গী, শিক্ষক মজিবুল ইসলাম, শিক্ষার্থী আইরিন সুলতানা, রহিমুল্লাহ্ চৌধুরী, প্রমুখ। আলোচনা শেষে কৃতি শিক্ষার্থী ও মেধাবী শিক্ষার্থীর মাঝে সম্মাননা স্মারক ও বৃত্তির অর্থ বিতরণ করা হয়।