নলুয়া-সাতকানিয়ায় ১১/০.৪ কেভি বিদ্যুৎ লাইন নির্মাণ কাজ উদ্বোধন করলেন ড.আবু রেজা নদভী এমপি

সাতকানিয়া আরো বেশী আলোকিত হতে যাচ্ছে বিদ্যুতের আলোয়। এ লক্ষ্যে আজ মঙ্গলবার (৪ আগস্ট) বিকালে নলুয়া ইউনিয়নে নলুয়া-সাতকানিয়া এলাকায় বিউবো’র ১১/০.৪ কেভি বিদ্যুৎ লাইন নির্মাণ কাজ উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে উদ্বোধন করেন সাতকানিয়া-লোহাগাড়া’র সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি। এসময় আরো উপস্থিত ছিলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী শামসুল আলম, সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মো আব্দুল সালাম চৌধুরী, সাতকানিয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন, নলুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আহম্মদ মিয়া, সাতকানিয়া উপজেলা যুবলীগ নেতা এটিএম সাইফুল, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ লিয়াকত সহ স্থানীয় আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।