নলুয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তনে এমপি নদভী

সাতকানিয়া নলুয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন ড.আবু রেজা নদভী এমপি।

শনিবার সকাল১১ টায় সাতকানিয়া নলুয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন, সাতকানিয়া-লোহাগাড়া সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদন নেজামুদ্দিন নদভী ।

এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য মিসেস রিজিয়া রেজা চৌধুরী,নলুয়া ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান তসলিমা বেগম। আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদন নুরুল আফছার চৌধুরী,মুক্তিযোদ্ধা কমান্ডার এলএমজি আবু তাহের,সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল হোসেন,কেএসআরএম এর সিনিয়র মহা- পরিচালক রাহাত হোসেন শাহরিয়ার,সাতকানিয়া উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আ.ন.ম সেলিম চৌধুরী, নলুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আহম্মদ মিয়া,সাধারণ সম্পাদক অমল দাশ মানিক, কাঞ্চনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোখলেস উদ্দিন জাকের, যুবলীগ নেতা এটিএম সাইফুল,সহ আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দরা।