নবগঠিত তাঁতী লীগের আলোচনা সভায় এমপি নদভী

গতকাল শনিবার সন্ধ্যায় নদভী প্যালেসে অনুষ্ঠিত সাতকানিয়া তাঁতী লীগের উদ্যোগে নবগঠিত ইউনিয়ন তাঁতী লীগের সাথে আলোনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সাংসদ ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেন, সবাই দেশের জন্য কাজ করলে এবং মানুষের বিপদে পাশে গিয়ে দাড়ালেই মানুষ রাজনীতিবিদদের ভালবাসবে। সাতকানিয়া উপজেলা তাঁতীলীগের সভাপতি সোহরাব মিন্টুর সঞ্চলানায়, অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য মিসেস রিজিয়া রেজা চৌধুরী। এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয় সম্পাদক মাহমুদুর রহমান,এওচিয়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক, কাঞ্চনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোখলেস উদ্দিন জাকের, স্থানীয় সাংসদের একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী, সহকারী একান্ত সচিব এস এম সাহেদ, দেলোয়ার হোসেন বেলাল, জিহানুর রহমান চৌধুরী, উপজেলা তাঁতীলীগের যুগ্ম সম্পাদক আব্দুল আলম, অর্থ সম্পাদক মোহাম্মদ ইকবাল, এওচিয়া ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি তোফায়েল আহম্মদ, সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন চৌধুরী, আমিলাইশ ইউনিয়নের তাঁতী লীগের সভাপতি নেজাম উদ্দিন, সাধারণ সম্পাদক টিটু, পশ্চিম ঢেমশা ইউনিয়নের তাঁতী লীগের সভাপতি বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল উদ্দিন, কাঞ্চনা ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহিম।